• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৃৎশিল্পীদের জীবন-জীবিকা নিয়ে রাবিতে তথ্যচিত্র

  রাবি প্রতিনিধি

০৫ মে ২০১৯, ১৯:২৪
রাবিতে মৃৎশিল্পীদের জীবন-জীবিকা নিয়ে তথ্যচিত্র
তথ্যচিত্রের ধারণকৃত সিডির মোড়ক উন্মোচন (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) লোকশিল্প, উন্নয়ন ও গ্রামীণ অধ্যয়ন বিষয়ক ‘মৃত্তিকা’ নামক তথ্যচিত্র প্রদর্শিত হয়েছে।

রবিবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে তথ্যচিত্রটি প্রদর্শিত হয়। নওগাঁর মান্দা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃৎশিল্পীদের জীবন-জীবিকা নিয়ে তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে।

তথ্যচিত্রটি যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও রতন কুমার নির্মাণ করেছেন। অনুষ্ঠানের শুরুতে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাসহ বিভাগের শিক্ষকবৃন্দ তথ্যচিত্রের ধারণকৃত সিডির মোড়ক উন্মোচন করেন।

অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘আধুনিকতার ছোঁয়ায় সমাজের নানা ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। আমাদের তরুণ প্রজন্মের অধিকাংশই মৃৎশিল্প বিষয়ে পরিচিত নয়। তারা জানতে পারছে না যে কীভাবে একজন কুমার তার হাতের স্পর্শে মাটি দিয়ে অসাধারণ সব তৈজসপত্র তৈরি করছেন। আমাদের ঐতিহ্য আমাদেরই বাঁচাতে হবে।’

বিভাগের সভাপতি অধ্যাপক আখতার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- বিভাগের অধ্যাপক সুষ্মিতা চক্রবর্ত্তী, অধ্যাপক মোবাশ্বেরা সিদ্দিকা, সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, অনুপম হীরা মন্ডল, ফারজানা রহমান, প্রমুখ।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড