• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

  কুবি প্রতিনিধি

০৪ মে ২০১৯, ২১:১৪
কুবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ
সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণে অতিথিরা (ছবি : সংগৃহীত)

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) উদ্যোগে এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে সাংবাদিক সমিতির সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

কর্মশালার প্রথম দিনে তিনটি সেশনে সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম সেশনে সংবাদের ধারণা, সংজ্ঞা, উপাদান ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের খণ্ডকালীন শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন। দ্বিতীয় সেশনে গণমাধ্যমে ভাষার ব্যবহার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পার্থক্য এবং তথ্য অধিকার আইন সম্পর্কে প্রশিক্ষণ দেন মোহনা টেলিভিশনের বার্তা পরিচালক রহমান মোস্তাফিজ। ৩য় সেশনে সাংবাদিকতার নীতিমালা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।

সভা প্রধানের বক্তব্যে জাফর ওয়াজেদ বলেন, ‘সাংবাদিকতা অন্য যেকোনো পেশার চেয়ে আলাদা। একটা রিপোর্ট সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। আবার সমাজকে পিছিয়েও নিয়ে যেতে পারে। অনেক সাংবাদিক আছেন যারা সত্য প্রকাশ করার কারণে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে।’

এ কর্মশালায় উপস্থিত ছিলেন পিআইবির নির্বাহী অফিসার জাকির হোসেন, প্রশিক্ষক পারভিন সুলতানা রাব্বী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি মেহেদী হাসান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিক সমিতির মোট ৩০ জন সাংবাদিক প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী ৬ মে কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড