• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীলঙ্কায় নিহতদের মাগফেরাত কামনায় যবিপ্রবিতে দোয়া

‘একজন মুসলমান আরেকজনকে কখনোই খুন করতে পারে না’

  যবিপ্রবি প্রতিনিধি

২৬ এপ্রিল ২০১৯, ১৯:০৮
যবিপ্রবিতে দোয়া ও মাহফিল
শ্রীলঙ্কায় নিহতদের মাগফেরাত কামনায় যবিপ্রবিতে দোয়া (ছবি : দৈনিক অধিকার)

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, 'একজন মুসলমান আরেকজনকে কখনোই খুন করতে পারে না। কারোর অধিকারও খর্ব করতে পারে না। আমরা কখনোই সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে অবশ্যই প্রতিহত করতে হবে।'

শুক্রবার (২৬ এপ্রিল) বাদ জুমা যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে সম্প্রতি শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর রূহের মাগফেরাত এবং শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্ত্রাসীর কোনো ধর্ম নেই উল্লেখ করে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, 'একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করার কোনো অধিকার নেই। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যে সন্ত্রাসী হামলা হচ্ছে, সেটা কোনো মুসলিমের কাজ নয়। এটা সন্ত্রাসীদের কাজ। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। একজন মুসলমান কখনও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হতে পারে না, ইসলাম ধর্মে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের ভালো করার জন্য, কাউকে হত্যা করার জন্য নয়।'

বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা সৃষ্টি করাও এক ধরনের সন্ত্রাস উল্লেখ করে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ছাত্রদের জোর করে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে। একজন ছাত্রকে আটকে রেখে যদি র‌্যাগ দেওয়া হয়, গালিগালাজ করা হয়, তাহলে তার ওপর যে মানসিক চাপ পড়ে, এতে সবদিক থেকে সে ক্ষতিগ্রস্ত হয়।'

তিনি বিশ্ববিদ্যালয় যেনো কোনো সন্ত্রাসের শিকার না হয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির থেকে পরিত্রাণের জন্য সবার সাহায্য-সহযোগিতা ও দোয়া কামনা করেন।

পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড