• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবি শিক্ষার্থীদের ডিন অফিস ঘেরাও

  বাকৃবি প্রতিনিধি

২৬ এপ্রিল ২০১৯, ১৭:০৪
বাকৃবিতে ডিনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা
ডিন এর সঙ্গে ছাত্র সমিতির নেতৃবৃন্দের আলোচনা (ছবি : দৈনিক অধিকার)

প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, ভালো সাউন্ড সিস্টেমসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদীয় ডিন অফিস ঘেরাও করে বিক্ষোভ জানিয়েছে ওই অনুষদের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টার দিকে কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ডিন অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। কৃষি অনুষদীয় ছাত্র সমিতির নেতৃবৃন্দ উপস্থিত হলে সবাই ডিন অধ্যাপক ড. মো. জহিরউদ্দিনের কাছে দাবিগুলো তুলে ধরে। এ সময় তিনি সাময়িকভাবে ক্লাসরুম পরিবর্তন করে দিতে চাইলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠে। পরে তিনি শিক্ষার্থীদের কাছে কয়েকদিনের সময় চেয়ে বিভাগীয় প্রধানদের সভায় বিষয়টি তুলে ধরবেন বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।

এ বিষয়ে কৃষি অনুষদ ছাত্র সমিতির সহ-সভাপতি মাহাথীর সামি বলেন, 'আমরা সবসময় শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও শ্রেণীকক্ষে শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরি। কিন্তু প্রশাসনের গাফিলতিতে বরাবরই শিক্ষার্থীদের দাবিগুলো অমীমাংসিত থেকে যায়।'

এ বিষয়ে ডিন অধ্যাপক ড. মো. জহিরউদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের বিভিন্ন সময় আলোচনা হবে এটাই স্বাভাবিক। আজকে কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে, আমি তাদের সমাধান দিয়েছি এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে।'

ক্লাসরুমের পরিবেশের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সোলাইমান আলী ফকির বলেন, 'শিক্ষার্থীরা দাবি করেছে, বিষয়টা ঠিকই আছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক উপায়েই পর্যায়ক্রমে শিক্ষার্থীদের এ সমস্যাগুলোর সমাধান করা হবে।'

উল্লেখ্য, প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে বিপুল অংকের বাজেট অনুমোদন হলেও শিক্ষা ও গবেষণা খাতে ব্যয় ধরা হয় সামান্য। ২০১৮-১৯ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের ২৭৮ কোটি টাকা বাজেটের প্রায় ৮০ শতাংশ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড