• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  গণবি প্রতিনিধি

২৫ এপ্রিল ২০১৯, ২০:৩৬
গণবিতে মানববন্ধন
শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করছে শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

সম্প্রতি শ্রীলঙ্কায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইলে প্রায় পনের মিনিট অবস্থান নেয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বলেন, “সন্ত্রাসীরা কোনো ধর্মের নয়, ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। যারা ধর্মের দোহায় দিয়ে মানুষকে হত্যা করে, তারা নরপশু। নরপশুদের হাত থেকে অবুঝ শিশুরাও রক্ষা পায় নি।"

পরে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় ওই রাস্তার উভয় পাশ ব্লক হয়ে যায়। পরে পুলিশ এসে রাস্তার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ তিনটি শহরে আটটি সন্ত্রাসী হামলায় প্রায় ৩০০ মানুষের মর্মান্তিক মৃত্যু এবং প্রায় ৫০০ জন আহত হয়। সর্বশেষ হামলার পর এখন পর্যন্ত প্রায় ৩৫৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড