• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিকৃবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

  সিকৃবি প্রতিনিধি

২৩ এপ্রিল ২০১৯, ১৮:১২
সিকৃবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন (ছবি : সংগৃহীত)

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে তিন দিনব্যাপী তৃতীয় সিলেট চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে বেলুন উড়িয়ে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, চলচ্চিত্র নির্মাতা ও উৎসবের জুরি আশরাফ শিশির, ভারতীয় নির্মাতা অর্ণব মিদ্য, সাংবাদিক সন্দীপ রায় চৌধুরী, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত, চলচ্চিত্র নির্মাতা স্বরুপ আনন্দ, সিকৃবি গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মিঠু চৌধুরী, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন সানজিদা পারভীন রিতু, সিকৃবি চলচ্চিত্র সংসদের সভাপতি মোনায়েম হোসেন, সহসভাপতি উত্তম কুমার ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাওন।

তিন দিনব্যাপী এই উৎসব চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন একই সঙ্গে দুটি ভেন্যুতে বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী চলবে।

উল্লেখ্য, স্বাধীন ধারার নির্মাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গত দুই বছর যাবত এ উৎসবের আয়োজন করে আসছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড