• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মামার চিকিৎসার জন্য টিএসসিতে স্টল চালাতে ঢাবি প্রশাসনের বাধা

  ঢাবি প্রতিনিধি

২৩ এপ্রিল ২০১৯, ০৮:৩২
ঢাবি
মামার চিকিৎসার জন্য টিএসসিতে খাবারের স্টল (ছবি : সংগৃহীত)

মামার চিকিৎসার জন্য টিএসসিতে খাবারের স্টল দিলে ফারজানা সুলতানাকে ছাত্রত্ব বাতিলের হুমকি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারই ফল হিসেবে সোমবার (২২ এপ্রিল) বিকালে তাকে খাবার বিক্রির জন্য বসতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ফারাজানা সুলতানা।

তিনি বলেন, সোমবার আমাদেরকে টিএসসিতে বসতে দেওয়া হয়নি। আমরা প্রক্টরের কাছে অনুমতি চেয়েছিলাম। তিনি বলেছিলেন ফোন করে জানাবেন, কিন্তু কিছুই জানাননি। এতে আমার অনেক খাবার নষ্ট হয়েছে। আমি এর প্রতিকার দাবি করলে কাল আমাদেরকে নিজের কার্যালয়ে ডেকেছেন প্রক্টর। সেখানেই বিস্তারিত কথা হবে।

আরও পড়ুন : মামার চিকিৎসার জন্য খাবার বিক্রি করছেন ঢাবি ছাত্রী

এ ব্যাপারে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কেন এসব করবে? তাদের সাহায্য দরকার হলে আমাদের কাছে আসবে। আমরা সেগুলো দেখব।’

এর আগে ফারজানা তার ফেসবুক স্ট্যাটাসে খাবার দোকান নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের লুকোচুরি সম্পর্কে খোলামেলা কথা বলেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড