• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিতুমীর কলেজের বাতাসে ছড়িয়ে পড়ছে বিতর্কের শুদ্ধতা

  জিটিসি প্রতিনিধি

১৯ এপ্রিল ২০১৯, ১৭:৩৮
তিতুমীর কলেজে বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা
সরকারি তিতুমীর কলেজে বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা (ছবি : সংগৃহীত)

'তিতুমীরের বাতাসে ছড়িয়ে পড়ুক বিতর্কের শুদ্ধতা' স্লোগানে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের (জিটিসি) বিতর্ক ক্লাবের পথচলা ধেয়ে চলেছে দূর্বার গতিতে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় কলেজটির অডিটোরিয়ামে তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের আয়োজনে জিটিসি-ডিসি স্বাধীনতা দিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন- উপাধ্যক্ষ আবেদা সুলতানা, মালেকা আক্তার বানু এবং এনডিএফ সভাপতি একেএম শোয়েব।

এছাড়াও উপস্থিত ছিলেন- তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের আহ্বায়ক, প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহবুব হাসান রিপন, বিতর্ক ক্লাবের মডারেটর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা বেগম।

অনুষ্ঠানের এক পর্যায়ে ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান একে এম সোয়েব বলেন, কলেজ প্রতিষ্ঠার ৪৮ বছর পর এক নতুন ইতিহাস গড়ে দেখালেন মাহাবুব হাসান রিপন। এক সময় এই কলেজটির নাম শুনলে মানুষ আতঙ্কিত হতো। সেই তিতুমীর কলেজের অভাবনীয় পরিবর্তনের চাক্ষুষ প্রমাণ আজকের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা।

'তিতুমীরের বাতাসে ছড়িয়ে পড়ুক বিতর্কের শুদ্ধতা' এই স্লোগানে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মাহাবুব হাসান রিপন শিক্ষার্থীদের বিতর্ক শিক্ষায় অংশগ্রহণ করে যুক্তিনির্ভর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করতে বলেন।

এছাড়াও তিতুমীর কলেজের ছাত্রলীগের সভাপতি জনাব রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জনাব জুয়েল মোড়ল তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পাশে থেকে নেতৃত্ব দেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় কলেজের ২২টি বিভাগ থেকে ৩০০ শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে আন্তঃবিভাগীয় দল ৪৪টি, বারোয়ারি বিতর্কে ১০০ জন এবং কুইজ প্রতিযোগিতায় ২০টি দল অংশগ্রহণ করে। বিকালে পুরস্কার বিতরণ এর মাধ্যমে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড