• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এফএমবি বিভাগের নবীন বরণ

শিক্ষার্থীদের অবক্ষয় থেকে রক্ষা করতে হবে : যবিপ্রবি উপাচার্য

  যবিপ্রবি প্রতিনিধি

১৩ এপ্রিল ২০১৯, ২১:২৯
যবিপ্রবিতে এফএমবি বিভাগের নবীন বরণ
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন যবিপ্রবি উপাচার্য (ছবি : দৈনিক অধিকার)

মেধা ও প্রযুক্তি ভিত্তিক ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, 'সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ হতে হবে। দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।'

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নবীনদের শপথ বাক্য পাঠ করান এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে নবীনদের ফুল ও করতালির মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে এফএমবি বিভাগ থেকে বিভিন্ন বর্ষের বিগত সেমিস্টারে যারা প্রথম হয়েছেন তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জনকল্যাণমূলক কাজের অবদানের স্বীকৃতি স্বরূপ এফএমবি বিভাগের ‘সহায়ক’ এবং ‘সেড্রো’ প্রতিনিধিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, 'আমাদের নিজেদের প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। কারণ আমদানি নির্ভর প্রযুক্তি দিয়ে কখনোই বাংলাদেশের টেকসই উন্নয়ন সম্ভব হবে না।'

এফএমবি বিভাগের উন্নয়নে বিশ্বমানের একটি হ্যাচারি অ্যান্ড ওয়েট ল্যাব নির্মাণ করা হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'আগামী দুই বছরের মধ্যে এই বিভাগের শিক্ষার্থীরা মাছের পোনা উৎপাদন প্রযুক্তি থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত বিষয়গুলো যেন হাতে-কলমে শিখতে পারে, তার ব্যবস্থা করা হবে। এই বিভাগটিকে সমৃদ্ধ করার জন্য যতখানি সাহায্য সহযোগিতা লাগে আমি উপাচার্য হিসেবে ততখানি সাহায্য সহযোগিতা দিয়ে যাব। তোমাদের বাংলাদেশের দক্ষ ও শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।'

এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিজ্ঞান অনুষদের ডিন ও এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. কিশোর মজুমদার, এফএমবি বিভাগের অধ্যাপক ড. সুব্রত মণ্ডল, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট প্রকৌশলী ড. মো. আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন, এফএমবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুমায়রা আজমিরা এরিন, নাজমুল হাসান পলাশ, দ্বিতীয় বর্ষের ছাত্র রেজোয়ান বিশ্বাস, প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়া জাহান মারিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ নূর ও হাবিবা ইসলাম। বিকালে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড