• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ বিভ্রাট, গভীর রাতে বিক্ষোভ মিছিল

  ইবি প্রতিনিধি

১৩ এপ্রিল ২০১৯, ০৮:৩১
ইবি
উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলের শিক্ষার্থীরা লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। কয়েকদিন ধরে লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পাওয়া এবং শুক্রবার (১২ এপ্রিল) রাত ১১টায় বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল বের করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ সময় ‘বারে বারে লোড শেডিং, মানি না মানবো না’, বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই, দিতে হবে দিতে হবে’ স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে ইবি ক্যাম্পাস।

উপরিউক্ত স্লোগান দিতে দিতে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সমবেত হয়ে। সমবেত শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকলে এ সময় শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আকরাম হোসেন, সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষক, সহকারী প্রক্টর মোহাম্মাদ নাছির উদ্দীন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. জাকারিয়া রহমানসহ আরও কয়েকজন শিক্ষক উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

এ সময় শিক্ষার্থীরা আবাসিক হলের নানা অসুবিধার কথা তুলে ধরে বলেন, সকল বিভাগে চূড়ান্ত পরীক্ষা, টিউটোরিয়াল পরীক্ষা, বিসিএস ও বিভিন্ন চাকরির পরীক্ষা থাকায় গত এক মাস ধরে বিদ্যুৎ বিভ্রাট থাকার দরুণ লেখাপড়া চরম বিঘ্নিত হচ্ছে। এছাড়া, হলসমূহের টয়লেট, বেসিন দীর্ঘদিন যাবত অপরিষ্কার রয়েছে বলে অভিযোগ করেন।

শিক্ষার্থীরা বলেন, এ বিষয়ে সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষকে একাধিকবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি।

এ দিকে শনিবার কর্মঘণ্টায় এইসব সমস্যাসমূহের চূড়ান্ত সমাধান করা হবে বলে শিক্ষকরা আশ্বাস দেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা আশ্বস্ত হয়ে নিজস্ব হলে ফিরে আসে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড