• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলেজ পর্যায়ে লোকপ্রশাসন বিভাগ অন্তর্ভুক্তিতে পাবিপ্রবিতে গণস্বাক্ষর কর্মসূচি

  পাবিপ্রবি প্রতিনিধি

০৯ এপ্রিল ২০১৯, ২২:৫৪
গণস্বাক্ষর কর্মসূচি
শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি (ছবি : সংগৃহীত)

সরকারি কলেজ সমূহে লোক প্রশাসন বিভাগ চালু করা সহ ৪ দফা দাবিতে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এই গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচির আয়োজন করা হয়। লোকপ্রশাসন বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অন্যান্য দাবি গুলোর মধ্যে রয়েছে- ৪১তম বিসিএস থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদেরকে শিক্ষা ক্যাডারে নিয়োগের ব্যবস্থা করা, দক্ষ প্রশাসন গড়ে তোলার জন্য লোকপ্রশাসনের জ্ঞান কলেজ পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং লোকপ্রশাসনের জন্য বিশেষ চাকুরির ক্ষেত্র তৈরি করা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মীর খালেদ ইকবাল চৌধুরী দাবি গুলোর প্রেক্ষিতে জানান, 'লোকপ্রশাসন বিভাগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয়ে আসছে। প্রতিবছর একটি উল্লেখযোগ্য অংশ বি সি এস (প্রশাসন) ক্যাডার সহ বিভিন্ন ক্যাডারে এবং অন্যান্য স্থানের কর্মে অন্তর্ভুক্ত হচ্ছে। কিন্তু দীর্ঘদিন হতে আমরা লক্ষ্য করে আসছি যে, কলেজগুলোতে লোকপ্রশাসন বিষয় নাই এবং খোলার কোন উদ্যোগ নাই, ফলে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয় হওয়া সত্ত্বেও শুধুমাত্র কলেজগুলোতে এই বিষয় না পড়ানোর কারণে অনেক মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগে পড়াশোনা করে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হতে পারছে না।'

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আসিফ আব্দুল্লাহ বলেন, 'আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেনো আমাদের এই যৌক্তিক দাবি গুলো নিয়ে যত দ্রুত সম্ভব কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়।'

উল্লেখ্য, লোক প্রশাসন বিভাগকে কলেজ পর্যায়ে অন্তর্ভুক্তি করার জন্য 'বাংলাদেশ লোকপ্রশাসন অধ্যয়ন কেন্দ্র' কর্তৃক ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদারকে আহ্বায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. জেবউননেছাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। আগামীকাল বুধবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় সকল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করার ঘোষণা দেয়া হয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড