• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নজরুল বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগের নতুন প্রধান মো. বাকীবিল্লাহ

  জাককানইবি প্রতিনিধি

০৮ এপ্রিল ২০১৯, ২০:৫৩
জাককানইবির ফোকলোর বিভাগের নতুন প্রধান
ফোকলোর বিভাগের নতুন প্রধান মো. বাকীবিল্লাহ (ছবি : সংগৃহীত)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফোকলোর বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক মো. বাকীবিল্লাহ (সাকার মুস্তাফা)।

সোমবার (৮ এপ্রিল) বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে আগামী ৩ (তিন) বছরের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত পত্রে বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ এর ধারা ২৪ এর উপধারা (৩) মোতাবেক নিয়োগ প্রদানের বিষয়টি উল্লেখ রয়েছে।

বাকীবিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ২০১৬ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। সাতক্ষীরার এ কৃতী সন্তান শিক্ষা জীবনে মেধার স্বীকৃতি স্বরূপ অর্জন করেছেন- অক্ষয়কুমার সেনশর্মা স্বর্ণপদক-২০১৪, কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড-২০১৪, অধ্যাপক মুহম্মদ আবদুল হাই ও আনিসা হাই বৃত্তি-২০১৪, জ্ঞান তাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ পদক-২০১৩ এবং কবি অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান স্বর্ণপদক-২০১৩। গবেষণার পাশাপাশি গল্প ও কবিতা লেখেন।

উল্লেখ্য, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে চালু হওয়া বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড