• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফলোন্নয়ন পরীক্ষার আইন বাতিলে জাককানইবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

  জাককানইবি প্রতিনিধি

০৭ এপ্রিল ২০১৯, ২২:১৯
স্মারকলিপি প্রদান
রেজিস্টার বরাবর শিক্ষার্থীদের স্মারকলিপি (ছবি : দৈনিক অধিকার)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ফলোন্নয়ন পরীক্ষার সিজিপিএ নির্ধারণের নিয়ম পরিবর্তন সহ তিন দফা দাবিতে রেজিস্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বর্তমান নিয়ম অনুযায়ী সিজিপিএ ৪ এর মধ্যে ২.২৫ এর নিচে পেলে ফলোন্নয়নের জন্য পুনঃপরীক্ষা দিতে পারবে এবং সেই পুনঃপরীক্ষায় প্রাপ্ত সিজিপিএ থেকে সর্বোচ্চ ৩.০০ গৃহীত হয়।

রবিবার (৭ এপ্রিল) দুপুর ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবিরের কাছে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সংগ্রহ করা স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করে।

ভারপ্রাপ্ত রেজিস্টার শিক্ষার্থীদের স্মারকলিপির বিষয়ে দৈনিক অধিকার কে জানান, 'পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপিত হবে। সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।'

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ ৩.০০ পর্যন্ত ফলোন্নয়ন দেয়া যায় এবং পুনঃপরীক্ষায় প্রাপ্ত সম্পূর্ণ সিজিপিএ গৃহীত হয়।

স্মারকলিপিতে উল্লেখিত শিক্ষার্থীদের ৩ দফা দাবিসমূহ হল-

১. ফলোন্নয়ন পরীক্ষার মান ২.২৫ এর নিচে বাতিল করে ৩.০০ সিজিপিএ নির্ধারণ করতে হবে। ২. ফলোন্নয়ন পরীক্ষার প্রাপ্ত সিজিপিএ সম্পূর্ণ গৃহীত হোক। অর্থাৎ, ‘৩.০০ সিজিপিএ শুধু গৃহীত হোক’– এই কালো আইন বাতিল করতে হবে। ৩. ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে চলমান শিক্ষাবর্ষ পর্যন্ত কালো আইন ভুক্তভোগী শিক্ষার্থীদের ফলোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করতে হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ মার্চ একই বিষয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছিলেন শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান বলেছিলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, এটা সংশোধনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে। কিন্তু সেই আশ্বাস প্রদানের পর দীর্ঘ একবছরেও বিষয়টির সুষ্ঠু সুরাহা না করায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। ন্যায্য এ দাবি আদায় না হলে আন্দোলনের হুমকি দেন তারা, প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। পূর্ববর্তী স্মারকের বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, সিন্ডিকেটে তখন ফলোন্নয়নের বিষয়টি উত্থাপিত হলেও তা সভায় গৃহীত হয়নি।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড