• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির দুই শিক্ষক

  রাবি প্রতিনিধি

২৪ মার্চ ২০১৯, ১৯:৫৪
অ্যাওয়ার্ড প্রদান
অ্যাওয়ার্ড প্রাপ্তদের সঙ্গে অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

গবেষণাকর্মে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের দুই শিক্ষক।

রবিবার (২৪ মার্চ) অনুষদের সভাকক্ষে এ অ্যাওয়ার্ড প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

অ্যাওয়ার্ড প্রাপ্ত দুই শিক্ষক হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কালাম ফজলুল হক ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরহাদুল ইসলাম। এদের মধ্যে আবুল কালাম ফজলুল হককে ফিজিক্যাল ও ম্যাথম্যাটিক্যাল সায়েন্সেস ক্যাটাগরি এবং ফরহাদুল ইসলামকে কেমিক্যাল ও বায়োকেমিক্যাল সায়েন্সেস ক্যাটাগরি থেকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়া পরীক্ষায় সিজিপিএ’র ভিত্তিতে অনুষদের ২০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক খলিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

এ সময় উপাচার্য আব্দুস সোবহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় জ্ঞান-বিজ্ঞান চর্চার শ্রেষ্ঠ পীঠস্থান। এখানে গবেষণা ও পঠন-পাঠনের মাধ্যমে জ্ঞান সৃজনের পাশাপাশি তা বিকশিতও করা হয়। গবেষণা কর্মের স্বীকৃতিতে ডিনস অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ও যেমন সম্মানিত হলো, তেমনি তা অন্যদেরও গবেষণায় উৎসাহিত করবে।’ আগামীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদেও এ ধরনের পুরস্কার ও স্বীকৃতির প্রসার ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড