• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু

  ববি প্রতিনিধি

২২ মার্চ ২০১৯, ১৭:৩৭
বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (ছবি : সংগৃহীত)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতার ওপর সদ্য প্রবর্তিত 'সার্টিফিকেট কোর্স'-এ ভর্তি শুরু হয়েছে। দুই মাস মেয়াদি এই কোর্সের ভর্তি কার্যক্রম ২১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের অন্যূন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস এবং সাংবাদিকতায় অভিজ্ঞতা থাকতে হবে। ভর্তির সময়সীমা- ২১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত। কোর্সে ভর্তি ফি- ১৫ হাজার ২০০ টাকা। কোর্সের মেয়াদ ২ মাস। প্রতি শুক্র এবং শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস চলবে। ভর্তির আবেদন ফরম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস থেকে ৫০ টাকা মূল্যে সংগ্রহ করা যাবে অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

উক্ত কোর্সে সীমিত সংখ্যক আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড