• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে নতুন শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

  অধিকার ডেস্ক

২১ মার্চ ২০১৯, ১৮:০৩
মানববন্ধন
নতুন শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে লোকপ্রশাসন বিভাগের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিভাগে পর্যাপ্ত শিক্ষক, অনুষদে জ্যেষ্ঠতার ভিত্তিতে শিক্ষকদের মধ্য থেকে ডিন নিয়োগ, সেশনজট নিরসনে বিভাগে নতুন শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে আয়োজিত এক মানববন্ধনে তারা এ সকল দাবি পেশ করেন।

তারা বলে, লোকপ্রশাসন বিভাগে মাত্র চারজন শিক্ষক মিলে ৭টি ব্যাচকে অধ্যয়ন করাচ্ছেন। শিক্ষক স্বল্পতা এবং ক্লাসরুম সংকট থাকা সত্ত্বেও শিক্ষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু উপাচার্য ক্যাম্পাসে মাঝেমাঝে না থাকায় শিক্ষকরা পরীক্ষা নিতে চাইলেও উপাচার্যের স্বাক্ষর পেতে দেরি হওয়ায় যথাসময়ে পরীক্ষা হয় না। আর এর ফলে ভুক্তভোগী হয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, লোকপ্রশাসন বিভাগে নতুন দুইজন শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু উপাচার্য তাদের ফাউন্ডেশন ট্রেনিং এর নামে জায়গায় জায়গায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এর ফলে ব্যাহত হচ্ছে বিভাগের স্বাভাবিক কার্যক্রম। ব্যাচ সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষক। যার কারণে নিয়োগপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষক নিয়োগের মাধ্যমে বিভাগকে সচল করার আহ্বান জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে এসে অনেক কথা দিয়েছিলেন, বলেছিলেন বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সিলেন্স বানাবেন, লোকপ্রশাসন বিভাগকে রোল মডেল বানাবেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হয় মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে, কিন্তু নেই তেমন আবাসন সুবিধা তাই বাইরে মেসে টাকা খরচ করে দিনের পর দিন থাকতে হয়, কিন্তু সেমিস্টার যে সময়ে শেষ হবার কথা সে সময়ে হয় না।

মানববন্ধনে শিক্ষার্থীদের মুখে কালো কাপড় বেধে ও বিভিন্ন প্লেকার্ড নিয়ে নীরব প্রতিবাদ করতে দেখা যায়। ‌‍‌‌‌‌‘শিক্ষক আপনি কার? জানিপপের নাকি শিক্ষার্থীর?’ ‘সেশনজটের জটাকলে বিভাগ আমার ক্যামনে চলে।’ ‘ভিসি স্যারকে সার্বক্ষণিক ক্যাম্পাসে চাই।’ ‘বিভাগে পর্যাপ্ত শিক্ষক চাই, সেশনজট থেকে মুক্তি চাই।’ এমন প্লেকার্ড হাতে দেখা যায় শিক্ষার্থীদের।

মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সেলিম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিভাগের শিক্ষার্থী শাহ মোহাম্মদ রতন, সাদিয়া, জেরিন জেমি, জাকারিয়া জাকির, রিপন, মাজেদুল প্রমুখ।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড