• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

'ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট'- ২০১৯

শেষ হলো ক্যাম্পাস সাংবাদিকদের মিলন মেলা

  চবি প্রতিনিধি

১৯ মার্চ ২০১৯, ২২:০৭
বক্তব্য
বক্তব্য রাখছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দিন (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কর্তৃক আয়োজিত ক্যাম্পাস সাংবাদিকদের মিলন মেলা 'ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট'- ২০১৯ এর ২য় ও সমাপনী দিন শেষে ভাঙলো দেশের ক্যাম্পাস সাংবাদিক সাংবাদিকদের সবচেয়ে বড় আসর।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে ফেস্টের ২য় দিনের কার্যক্রম শুরু হয়।

শুরুতেই 'ক্যাম্পাস ও মূল ধারার সাংবাদিকতার পার্থক্য' এই বিষয়ে লার্নিং সেশন পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং সময় টিভির জ্যেষ্ঠ সাংবাদিক এহসান জুয়েল। লার্নিং সেশন শেষে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দিন।

বক্তব্যে খালেদ মহিউদ্দিন বলেন, 'ক্যাম্পাস সাংবাদিকদের আওতা কেবল ক্যাম্পাস এরিয়া নয়, যেকোনো অনিয়ম সারাদেশের পাঠক, শ্রোতার প্রতি লক্ষ্য রেখেই তুলে ধরতে হবে। প্রতিটি উপায়ে তোমাদের লক্ষ্য হওয়া উচিত সাংবাদিকতা।'

তিনি আরও বলেন, 'ক্যাম্পাস সাংবাদিকতা ইন্টার্নের মত। এটিকে দায়িত্ব নয়, উপভোগের বিষয় হিসেবে নিতে হবে। আগ্রহটাকে লেখাপড়ায়, রিপোর্ট পাঠানোর ক্ষেত্রে পরিণত করার এটাই সময়। এর ভবিষ্যৎ নিজেকে গড়ে নিতে হবে।'

তিনি আরও বলেন, সাংবাদিকতা বিষয়টা এমন যে সমাজের কোনো ব্যত্যয় ঘটেছে, জটিলতা বা সমস্যার সম্মুখীন হয়েছে, তা থেকে সাংবাদিকরা সমাজকে সচেতন করে দেয়। এর জন্য সাংবাদিকদের প্রতিদিন পরীক্ষা দিতে হয়। আগে সংবাদের বিষয় ছিল কী, কেন, কখন, কিভাবে ইত্যাদি৷ কিন্তু তথ্য-প্রযুক্তির বিকাশের কারণে এখন সেটার পরিবর্তন ঘটেছে। এখন এই ঘটনার প্রভাব কী সেটাই সংবাদের বিষয়।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'পৃথিবীতে সবচেয়ে অযোগ্য, অসমর্থ লোকেরাই চাকরির নিশ্চয়তা চায়। পরিবর্তনের যুগে নিজের সাংবাদিকতার ভবিষ্যৎ নিজেকে গড়ে নিতে হবে।'

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ক্যাম্পাস সাংবাদিকতার প্রতিবন্ধকতা আর জাতীয় সাংবাদিকতার প্রতিবন্ধকতা আলাদা কিছু নয়। ক্ষমতাবানদের সাথে সাংবাদিকদের দ্বন্দ্ব চিরকালীন। এই পেশায় চাপ থাকবেই। এ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে সৎ থাকা।'

প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় মানুষের আগ্রহ কমে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, 'আমাদের জিনিস ইন্টারেস্টিং না সেজন্য মানুষ দেখছে না। মানুষ ইন্টারেস্টিং জিনিস দেখে।'

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেয়া বিশ্ববিদ্যালয় সমূহের সাংবাদিক সংগঠনগুলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ২০২০ সালে নিজেদের ক্যাম্পাসে ফেস্ট আয়োজনের ঘোষণা দেয়।

উল্লেখ্য, এই আয়োজনে দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ের ২৭টি সাংবাদিক সংগঠনের প্রায় ২৫০ এর উপরে ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ যোগ দিয়েছেন। ১৮ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর উদ্বোধন হয়। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ২য় দিনের কার্যক্রম শেষে সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করেন আগত সাংবাদিকবৃন্দ।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড