• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বশেফমুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস

  বশেফমুবিপ্রবি প্রতিনিধি

১৮ মার্চ ২০১৯, ১৫:৫৯
বশেফমুবিপ্রবি
বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (ছবি : দৈনিক অধিকার)

জামালপুর শহরের দেওয়ান পাড়ায় বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নির্মিতব্য ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার খন্দকার হামিদুর রহমান।

বশেফমুবিপ্রবিতে প্রথম বর্ষে মেধা তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া চলে গেল ১৪ মার্চ পর্যন্ত, তবে অপেক্ষমান তালিকা থেকে আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ২৭ মার্চ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। এছাড়া, আগামী ৩১ মার্চ থেকে ক্লাস শুরু হবে বলে জানান তিনি।

জানা গেছে, ২০১৮-১৯ সেশনে ১ম বারের মতো বিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে গনিত, সিএসই, ম্যানেজমেন্ট ও সমাজকর্ম প্রত্যেক বিভাগে ৩০ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

উল্লেখ্য, জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের একমাত্র বেসরকারিভাবে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজের স্থলে নতুন বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে। এ জন্য ফিসারিজ কলেজের ৩০ একরসহ পার্শ্ববর্তী এলাকার ৫০০ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। ফিসারিজ কলেজটিও বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভূক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের জমি পরিদর্শনে উপাচার্য, রেজিস্টার ও প্রশাসনিক কর্মকর্তা (ছবি : দৈনিক অধিকার)

জামালপুরের মেলান্দহের গোবিন্দগঞ্জ এলাকায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির প্রস্তাবিত স্থান গেল রবিবার সরেজমিনে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

এ সময় তার সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, পরিচালক(অর্থ) আব্দুর রাজ্জাক, উপ-রেজিস্ট্রার মহিউদ্দিন মোল্লাহ ও প্রশাসনিক কর্মকর্তা শিউলি খানম।

আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড