• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপিত

  বাকৃবি প্রতিনিধি

১৭ মার্চ ২০১৯, ১৮:৩৩
র‍্যালি
বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে র‍্যালি (ছবি : দৈনিক অধিকার)

আনন্দ শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস ২০১৯ পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টায় একটি র‌্যালি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে এসে শেষ হয়।

পরে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আলী আকবর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' নিয়ে গান, আবৃত্তি, ছড়া, বক্তৃতার এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর তার বক্তব্যে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর মহান আদর্শ বুকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড