• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাজী দানেশে 'ফ্রেমে বাঁধা স্বপ্ন' শীর্ষক প্রদর্শনী শুরু

  হাবিপ্রবি প্রতিনিধি

১৪ মার্চ ২০১৯, ০০:০০
শিল্প প্রদর্শনী
শিল্প প্রদর্শনীর উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) 'ফ্রেমে বাঁধা স্বপ্ন' শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নীচ তলায় এই প্রদর্শনীর (দ্বিতীয় প্রহর) উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিব হাসান।

২০১৫ সালে 'ফ্রেমে বাঁধা স্বপ্ন'র ১ম প্রহর অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর আহ্বায়ক রাবেয়া খাতুন রুবি জানান, ৩টি ক্যাটাগরিতে (ছবি, পেইন্টিং ও হস্তশিল্প) 'ফ্রেমে বাঁধা স্বপ্ন'র দ্বিতীয় প্রহর অনুষ্ঠিত হচ্ছে। এবার ৮০ টি ছবি, ৬০ টি পেইন্টিং ও ১০০ টি হস্তশিল্প প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে ৮ টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় দুই দিন ব্যাপী এই প্রদর্শনীর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড