• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাজী দানেশে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

  হাবিপ্রবি প্রতিনিধি

১০ মার্চ ২০১৯, ১১:৩১
হাবিপ্রবি
বক্তব্য রাখছেন হাবিপ্রবি উপাচার্য (ছবি : দৈনিক অধিকার)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-১৯ এর উদ্বোধন হয়েছে। রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এই প্রতিযোগিতার উদ্বোধনী সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক অধ্যাপক ড. শাহ্ মইনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইভেন্টের সদস্য সচিব মো. মাহবুব-উল-হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালিদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সহকারী অধ্যাপক মোহাম্মদ রাজিব হাসান, ইভেন্টের সদস্য সচিব সুজন কান্তি মালী।

প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য বলেন, সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। বিশেষত, ডায়াবেটিস নিয়ন্ত্রণে খেলাধুলা ব্যয়ামের পরিপূরক। প্রতিযোগিতায় ২০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড