• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

৭ মার্চ উপলক্ষে রাবিতে আনন্দ শোভাযাত্রা

  রাবি প্রতিনিধি

০৮ মার্চ ২০১৯, ১০:০০
শোভাযাত্রা
৭ মার্চ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা (ছবি : দৈনিক অধিকার)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সমাবেশে বলেন, ‘৭ মার্চের ঘোষণা পৃথিবীতে যে শ্রেষ্ঠতম ভাষণগুলো আছে তার মধ্যে অন্যতম। সেই ভাষণটি এখন ইউনেস্কোর মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বাঙালি জাতির জন্য এটি গর্বের, আনন্দের, মর্যাদার ও সম্মানের।’

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শহীদ সুখরঞ্জন সমাদ্দার টিএসসিসির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হাসিবুল আলম প্রধান, প্রোক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড