• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

  চবি প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৭
আগুন
পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপ সিএফসি ও বিজয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএফসির ১৪-১৫ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ইখলাসুর রহমানের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় অপর পক্ষের নেতাকর্মীরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করেছে পুলিশ।

জানা যায়, সন্ধ্যায় সিএফসি নেতা সোয়েবুর রহমান কনক বিজয়ের এক কর্মী কাকনকে মারধর করেন। পরবর্তীতে সিনিয়রদের মধ্যে সেটা সমাধান হয়ে গেলেও রাত সাড়ে ১০ টার দিকে কনক ও ইখলাস মোটরসাইকেল নিয়ে সোহরাওয়ার্দী হলের মোড়ে আসলে বিজয়ের নেতাকর্মীরা কনককে মারধর শুরু করে। এ সময় সিএফসির নেতাকর্মীরা শাহ আমানত হলে অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ আখতারুজ্জামান বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড