• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাকসু নির্বাচনের দাবিতে ছাত্র ইউনিয়নের নতুন কর্মসূচি

  চবি প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৩
সংবাদ সম্মেলন
ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলন (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে এবার সরব হয়েছে ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চাকসু সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। শাখা ছাত্র ইউনিয়নের এ সংবাদ সম্মেলন থেকে ছয় দফা দাবিসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ অবিলম্বে চাকসু নির্বাচনের জন্য সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে প্রশাসনের বৈঠক, বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ছাত্র শিবিরের নিবন্ধন বাতিল, অবিলম্বে চাকসু নির্বাচনের লক্ষে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন, চাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রণয়ন, ক্যাম্পাসে সকল রাজনৈতিক ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্য চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

এছাড়া দাবি আদায় ও জনমত সৃষ্টির লক্ষে চার দফা কর্মসূচিও ঘোষণা করেন তারা। ঘোষিত কর্মসূচিগুলো হল- ২৭ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত চাকসু নির্বাচনের দাবিতে পক্ষকাল ব্যাপী ক্লাস ক্যাম্পেইন ও গণস্বাক্ষর সংগ্রহ অভিযান, ৬ মার্চ বিক্ষোভ মিছিল, ১২ মার্চ চাকসু নির্বাচনের দাবিতে জয় বাংলা ভাস্কর্যের সামনে প্রতিবাদী কবিতা পাঠের আসর ও ১৮ মার্চ সংগৃহীত গণস্বাক্ষরসহ উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান।

শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি ধীষণ প্রদীপ চাকমা বলেন, 'দীর্ঘ ২৯ বছর ধরে চাকসু নির্বাচন না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চা ব্যাহত হচ্ছে এবং ছাত্রদের অধিকার সংরক্ষিত হচ্ছে না। অবিলম্বে চাকসু নির্বাচনের মাধ্যমে সিনেটে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করা হোক। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর অপু, সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি, সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড