• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাককানইবিসাসের আলোচনা সভা

  জাককানইবি প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯
আলোচনা সভা
‘সর্বস্তরে মাতৃভাষা ব্যবহারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা (ছবি : দৈনিক অধিকার)

২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (জাককানইবিসাস) আয়োজনে ‘সর্বস্তরে মাতৃভাষা ব্যবহারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে দুপুর ৩টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। সমিতি’র সভাপতি বদরুল আলম বিপুলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য প্রধান করেন- কলা অনুষদের ডিন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাহাবউদ্দিন বাদল, শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রফিকুল আমিন, বঙ্গবন্ধু নীলদলের সভাপতি সিদ্ধার্থ দে সিধু, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, উপ-পরিচালক ও পিএস টু চ্যান্সেলর এস. এম. হাফিজুর রহমান, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আহসান উল্লাহ রাসেল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।

আলোচনা সভার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন। বক্তারা সর্বস্তরে মাতৃভাষা প্রচলনের ব্যাপারে তাদের বক্তব্যে গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড