• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পবিপ্রবিতে বাঁধনের নতুন কার্যনিবাহী কমিটি

  পবিপ্রবি প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৪
নতুন কমিটি
পবিপ্রবি বাঁধন ইউনিটের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সম্পাদিত)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাঁধন ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটি সহ সকল হল ও বহিঃস্থ ক্যাম্পাসের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

পবিপ্রবি বাঁধন ইউনিটের সদ্য সাবেক সভাপতি মো. নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক মো. ফকরুল আলম হাসিব এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি পদে কৃষি অনুষদের মো. সোহানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের মো. ইফরাদ আলম এবং কেন্দ্রীয় প্রতিনিধির পদে কৃষি অনুষদের আপন চাকমা দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে পদ পাওয়া অন্যান্য প্রতিনিধিরা হলেন- সহসভাপতি ইশতিয়াক আহমেদ ও মোহাম্মদ আসাদুজ্জামান; সহসাধারণ সম্পাদক নুসরাত হুদা আনিকা; সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস জামান; সহসাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম জয়; কোষাধ্যক্ষ রাইহান ইসলাম ইমরান; দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান; প্রচার সম্পাদক মাহমুদা মুক্তা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফয়জুল ইসলাম; কার্যনির্বাহী সদস্য- সাইফুর রহমান সাইফ, প্রণয় তরফদার, সুদীপ্ত কুমার নাগ, মো. মাইনুল ইসলাম অপু এবং প্রসেনজিৎ মণ্ডল।

আহবায়ক কমিটির মধ্যে-

১। পবিপ্রবি বাঁধনের বহিঃস্থ ক্যাম্পাস এনিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ শাখার আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব পার্থ প্রদীপ রায় এবং ক্যাম্পাস প্রতিনিধি ফেরদৌস পিয়াল। ২। শের-ই-বাংলা হল শাখার আহ্বায়ক ফয়সালুর রহমান এবং সদস্য সচিব সাদমান সারার ৩। এম কেরামত আলী হল শাখার আহ্বায়ক যুগল চন্দ্র বড়াল এবং সদস্য সচিব মো. রেজাউল করি ৪। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল শাখার আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব প্লাবন সাহা ৫। কবি বেগম সুফিয়া কামাল হল শাখার আহ্বায়ক মোহিনী মজুমদার এবং সদস্য সচিব ফারজানা আফরোজ ৬। শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব হল শাখার আহ্বায়ক- রাবেয়া বশরী এবং সদস্য সচিব রিমা আক্তার

নবগঠিত কমিটির সভাপতি মো. সোহানুর রহমান বাঁধনের ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে বলেন, 'বাঁধন স্বপ্ন দেখে সেই দিনের যখন কেউ বাঁধন এর প্রয়োজনীয়তা উপলব্ধি করবে না, সবাই নিজের রক্তের গ্রুপ জানবে ও স্বেচ্ছায় রক্ত দিবে। মানবসেবার সেই পথে বাঁধন পবিপ্রবি ইউনিট কাজ করে যাচ্ছে। পটুয়াখালী ও বরিশাল সহ আশেপাশের কয়েকটি জেলায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে ২০০৮ সাল থেকেই। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে বাঁধন পবিপ্রবি ইউনিটকে একটি জোনে পরিণত করার স্বপ্ন দেখি। ২০১৯ সালের নতুন দায়িত্বপ্রাপ্ত সকল রক্ত সৈনিকদের যে যার জায়গা থেকে কাজ করার আহবান জানাচ্ছি।'

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. ইফরাদ আলম বলেন, গত তিন বছর প্রাণের সংগঠন বাঁধনের বিভিন্ন দায়িত্বে থেকে মানবতার সেবায় কাজ করেছি। এখন দায়িত্বটা আরও একটু বেড়ে গেলো। নিজের জায়গায় থেকে সংগঠন ও মানুষের জন্য কাজ করতে চাই।'

তিনি আরও বলেন, 'আমার বন্ধু-বান্ধব বিশেষ করে আসাদুজ্জামান ও ফেরদৌস জামান এবং ছোট-বড় সকল ভাই-বোনদের ধন্যবাদ জানাই যারা আমার পাশে থেকে আমাকে সবসময় সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন। আমি আশা রাখি ভবিষ্যতেও পবিপ্রবি বাঁধন ইউনিটকে সামনে এগিয়ে নিয়ে যেতে তারা একইভাবে আমার পাশে থেকে সাহস যোগাবে।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড