• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবি অধ্যাপকের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

  ঢাবি প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৬
শোক
(ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ ইতিহাস পরিষদের বর্তমান সভাপতি আবদুল মতিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) এক শোক বাণীতে উপাচার্য বলেন, 'অধ্যাপক আবদুল মতিন সরকার বিশ্ববিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি হিসেবে তিনি নিরলসভাবে ও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কর্মকাণ্ডের মাধ্যমেই তিনি বিশ্ববিদ্যালয় পরিবারে স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অধ্যাপক আবদুল মতিন সরকারের জন্ম কুমিল্লা জেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড