• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিঠা উৎসবে মুখরিত বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫২
পিঠা উৎসব
বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব (ছবি : সংগৃহীত)

‘রঙে ঐতিহ্য মিলন মেলায় পিঠা উৎসবে আয় ছুটে আয়’ এই স্লোগানকে সামনে রেখে বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শেখ হাসিনা চত্বরে বাংলা বিভাগ এই বর্ণিল পিঠা উৎসবের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপকজ রফিকুনেচ্ছা আলী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম. এ. সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বি কে বালা, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার অধ্যাপক ড. নুরউদ্দিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা প্রমুখ।

পিঠা মেলার উদ্বোধন শেষে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক -শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গ্রামবাংলার নানা ধরনের পিঠাসহ স্টলগুলোয় প্রায় শতাধিক প্রকারের পিঠার সমাবেশ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- চন্দ্রপুলি, রসমাধুরি, হৃদয়হরণ, ঝালকুলি, কস্তুরি পিঠা, ইলিশ পইটা, নারকেলের বরফি, পাটিসাপ্টা, নকশি পিঠা ও অন্যান্য পিঠাসমূহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড