• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

  পবিপ্রবি প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩২
প্রতিমা
দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি (ছবি : সংগৃহীত)

শ্রদ্ধা, যজ্ঞ, অঞ্জলি প্রদান আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সনাতন সংঘের আয়োজনে বরিশাল ক্যাম্পাস মন্দিরে প্রতিমা স্থাপনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন- এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, সনাতন সংঘের সহসভাপতি ড. অসীত কুমার পাল, সহসভাপতি প্রবীর কুমার মিত্র, ড. শিব সংকর সাহা, ডা. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুকান্ত বিশ্বাস, উক্ত সংঘের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিগণ ও প্রমুখ।

এরপর সকাল সাড়ে ৮ টায় পুরোহিত সংকর মুখার্জির পরিচালনায় পূজা আরম্ভ হয়। এ সময় ভক্তদের দেবী বন্দনায় উদ্ভাসিত হয় মন্দির প্রাঙ্গণ। নারী-পুরুষ ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে বিদ্যা ও সংগীতের দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করেন।

সন্ধ্যা ৬ টায় সনাতন সংঘের সদস্যদের অংশগ্রহণে কেন্দ্রীয় মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড