• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বর্ণিল আয়োজন শেকৃবিতে সরস্বতী পূজা উদযাপিত

  শেকৃবি প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৭
মণ্ডপ
বিশ্ববিদ্যালয়ের পূজা মণ্ডপ (ছবি : সংগৃহীত)

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ পূজা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীর সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পূজা শেষে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।

সরেজমিনে দেখা গেছে, পূজাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দর আলী।

দেবীর কাছে প্রার্থনা (ছবি : সংগৃহীত)

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মাতৃ ভাণ্ডার মন্দিরের সভাপতি পরিমল কান্তি বিশ্বাস ও সাধারণ সম্পাদক অলক কুমার পাল। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সরস্বতী পূজা উদযাপন কমিটির সূত্রে জানা যায়, পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৭০ হাজার টাকা অনুদান দিয়েছে। সার্বিকভাবে সহযোগিতার জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কে কৃতজ্ঞতা জানান পূজা উদযাপন কমিটির আহবায়ক রুদ্রনাথ টুটন।

সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড