• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা

  মুজতাবা মাহমুদ নকীব

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৫
ঢাবি
আধুনিক ভাষা ইনস্টিটিউট (ছবি : সংগৃহীত)

‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’, পৃথিবীতে একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য জীবন দিয়েছে। বাঙালির আত্মোৎসর্গের দিনটি পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। বাঙালি জাতির সংখ্যাগুরু অংশ ভাষাভিত্তিক জাতীয়তাবাদে গড়ে তুলেছে এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যার রাষ্ট্রভাষা বাংলা। পৃথিবীতে নানান জাতির নানা রকমের ভাষা।

আন্তর্জাতিক যোগাযোগ, ভিন্ন ভাষার সাহিত্য অধ্যয়ন, নিজ ভাষা থেকে ভিন্ন ভাষায় কিংবা ভিন্ন ভাষা থেকে নিজ ভাষায় অনুবাদ, বাণিজ্য কিংবা চাকুরির প্রয়োজনে, ধর্মীয় কারণে, বিদেশে উচ্চশিক্ষা নিতে আমাদের বিদেশি ভাষা জানতে হয়। ভাষা শেখার জন্য গড়ে উঠেছে নানা প্রতিষ্ঠান। চালু হয়েছে নানা কার্যক্রম। আমরা আজ জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা নিয়ে।

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভাষা ও সাহিত্য নিয়ে সবচেয়ে বেশি বিভাগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আগ্রহ থাকলে শর্তাবলি পূরণ করে যে কেউ পছন্দের ভাষা ও সাহিত্যের বিষয়ে পড়তে পারেন। এবার চোখ বুলিয়ে নেওয়া যাক ভাষার বিভিন্ন বিভাগ ও কোর্সের দিকে।

কলা অনুষদ :

১. বাংলা (ভাষা ও সাহিত্য) ২. ইংরেজি (ভাষা ও সাহিত্য) ৩. আরবী (ভাষা ও সাহিত্য) ৪. ফার্সী ভাষা ও সাহিত্য (শুধু এ বিভাগের নামেই ‘ভাষা ও সাহিত্য’ কথাটি যুক্ত রয়েছে) ৫. উর্দু (ভাষা ও সাহিত্য) ৬. সংস্কৃত (ভাষা ও সাহিত্য) ৭. পালি ও বৌদ্ধ অধ্যয়ন (ভাষা, সাহিত্য ও ধর্ম) ৮. ভাষাবিজ্ঞান বিভাগ (ভাষাতত্ত্ব)

এই বিভাগগুলোতে পড়তে হলে খ/ঘ ইউনিটের মাধ্যমে ভর্তি হতে হবে। চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। এছাড়াও এম.ফিল ও পি.এইচ.ডি গবেষণার সুযোগ রয়েছে। রয়েছে পোস্ট ডক্টরাল ডিগ্রী নেওয়ার সুযোগ।

আরবী বিভাগে সকলের জন্য উন্মুক্ত ভাষা শেখার কোর্স রয়েছে সেন্টার ফর অ্যারাবিক টিচিং, ট্রেনিং অ্যান্ড রিচার্স (সিএটিটিআর)। বিস্তারিত : ওয়েবসাইটে

আধুনিক ভাষা ইনস্টিটিউট :

১. ভিন্ন ভাষাভাষীদের জন্য ইংরেজি (ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাঙ্গুয়েজেস (ইএসওএল) ২. ফরাসী ভাষা ও সংস্কৃতি ৩. জাপানী ভাষা ও সংস্কৃতি ৪. চীনা ভাষা ও সংস্কৃতি

এই বিভাগগুলোতে খ/ঘ ইউনিট থেকে ভর্তি হয়ে চার বছর মেয়াদী স্নাতক(সম্মান) ও এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রী নেওয়া যাবে। এছাড়াও রয়েছে আরো কিছু কোর্স।

১. জুনিয়র ২. সিনিয়র ৩. ডিপ্লোমা ৪. অ্যাডভান্সড ডিপ্লোমা ৫. বিশেষ সংক্ষিপ্ত কোর্স

এই কোর্সগুলোতে বাংলা (বিদেশিদের জন্য), ইংরেজি, আরবি, চীনা, কোরীয়, ফরাসি, জার্মান, পর্তুগীজ, জাপানি, ফার্সি, রুশ, স্পেনীয়, তুর্কি, উর্দু, হিন্দি প্রভৃতি ভাষা শেখার সুযোগ রয়েছে। সবার জন্য উন্মুক্ত, বিস্তারিত : ওয়েবসাইটে

কনফুসিয়াস ইনস্টিটিউট :

এখানেও চীনা ভাষার বিশেষ কোর্স পড়ানো হয়, বিস্তারিত : ওয়েবসাইটে

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট :

ভাষা শিক্ষণ বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও একবছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রী নেওয়া যাবে। খ/ঘ ইউনিট থেকে ভর্তি হতে হবে, বিস্তারিত : ওয়েবসাইটে

সামাজিক বিজ্ঞান অনুষদ :

জাপান অধ্যয়ন বিভাগ, এখানে খ/ঘ ইউনিটের অধীনে ভর্তি হতে হয়। চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও একবছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স রয়েছে। মূলত জাপান অধ্যয়ন পড়ানো হলেও জাপানী ভাষার কিছু কোর্স রয়েছে, বিস্তারিত : ওয়েবসাইটে

‘বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি’। আসুন নিজের ভাষাকে শ্রদ্ধা করি, শুদ্ধ ভাষা চর্চা করি। অন্তত একটি বিদেশি ভাষা শিখি।

লেখক : প্রাক্তন শিক্ষার্থী, আরবী (ভাষা ও সাহিত্য) বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড