• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকসু নির্বাচন নিয়ে সংগঠনগুলোর ভাবনা

  ঢাবি প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০১৯, ১৩:০৭
ঢাবি
ডাকসু ভবন (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে গঠনতন্ত্র ও আচরণবিধি চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এক সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচনের গঠনতন্ত্র ও আচরণবিধি চূড়ান্ত করা হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, চূড়ান্ত গঠনতন্ত্র ও আচরণবিধিতে অনেক সংগঠনের প্রস্তাবিত গঠনতন্ত্র উপেক্ষিত হয়েছে। সিন্ডিকেটের এমন সিদ্ধান্তে বাদ পড়তে যাচ্ছেন ছাত্র সংগঠনগুলোর সম্ভাব্য হেভিওয়েট অনেক প্রার্থী। বিষয়টি নিয়ে তাই অনেকেই নাখোশ। যদিও বয়সের বিষয় নিয়ে এখনই কিছু বলতে চায়নি ছাত্র সংগঠনগুলো। এই চুড়ান্ত গঠনতন্ত্র ও আচরণবিধি নিয়ে বিভিন্ন সংগঠনগুলো তাদের মতামত তুলে ধরেছেন।

জানতে চাইলে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ‘আমরা সব বিষয়কে পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছি। আমাদের কাছে মনে হয়েছে একটি বিশেষ ছাত্র সংগঠনের দাবি এখানে প্রতিফলিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়নি। প্রশাসনকে দাবি জানাব গণভোটের মাধ্যমে ভোটকেন্দ্র কোথায় হবে তার রায় নিশ্চিত করার।’

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি উম্মে হাবিবা বেনজীর বলেন, ‘বয়সসীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমাদের দাবি ছিল ভোটকেন্দ্র হলের বাইরে করার, কিন্তু সে দাবি মানা হয়নি। আমরা কাল থেকে এ দাবিতে আন্দোলনে যাব।’

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘প্রশাসন ভোটার ও প্রার্থীর ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। সে মোতাবেক আমরা নির্বাচনের প্রস্তুতি নেব।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর যেহেতু ডাকসু নির্বাচন হচ্ছে সেহেতু শর্ত আরেকটু শিথিল করা যেতে পারত। তবে এ মুহূর্তে আমরা পুরোটা বিষয় পর্যালোচনা করা ছাড়া বলতে পারছি না। আরেকটা আমাদের যে অন্যতম বিষয় ছিল অনুষদে ভোটকেন্দ্র স্থাপন সেটিও বাস্তবায়ন হয়নি। তাই হলে ভোটকেন্দ্র স্থাপন হলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা থেকে যায়।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড