• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবি’র তিন রোভারের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার জয়

  ঢাবি প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০১৯, ০৮:৩৪
ঢাবি
পরিভ্রমণ-২০১৯ (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের তিন চৌকষ রোভারের ১৫০ কিলোমিটার পরিভ্রমণ সফল হয়েছে। এ তিন রোভার হলেন- ঢাবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এস. আর. এম ফয়সাল আলম খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী মাসুদ আল হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুস সালাম।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ঢাবি’র এ তিন রোভার শুক্রবার (২৫ জানুয়ারি) নরসিংদী শহরের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে যাত্রা শুরু করেন। যাত্রাপথে পাঁচটি জেলার ১৮টি উপজেলায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন বিখ্যাত বিখ্যাত স্থাপনা, কলকারখানা, ভাস্কর্য, বিভিন্ন নৃগোষ্ঠীর মিলনস্থল, চা বাগান, পাহাড় অবলোকন করেন। পথিমধ্যে ভৈরব, মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলে তারা যাত্রা বিরতি ও রাত্রি যাপন করেন। তারা যে সকল এলাকা দিয়ে গিয়েছে সেই এলাকার ভূপ্রকৃতি, জনজীবন, শিল্পসংস্কৃতি সম্পর্কে জেনেছেন। আর এভাবেই তারা শিক্ষণীয় ভ্রমণের মধ্য দিয়ে মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে শেষ গন্তব্যস্থল মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজারে উপস্থিত হয়ে কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে পরিভ্রমণ সমাপ্ত করেন। এ সময় প্রফেসর ড. মো. ফজলুল আলী তাদের প্রত্যেককে অভিনন্দন এবং শুভকামনা জানান।

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষে স্কাউটিংয়ের সর্বশেষ স্তর অর্থাৎ সেবা স্তরে পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের লক্ষ্যে র‍্যাম্বলিং করতে হয়। র‍্যাম্বলিং হলো পায়ে হেঁটে ৫ দিনে ১৫০ কিলোমিটার অথবা সাইকেলযোগে ৫ দিনে ৫০০ কিলোমিটার অথবা নৌকাযোগে ৫ দিনে ২৫০ কিলোমিটার পরিভ্রমণ করা। সেই প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষে তারা এই যাত্রা শুরু করেছিলন। মঙ্গলবার সেই পরিভ্রমণ সমাপ্ত হলো।

আরও পড়ুন : তিন মাসের মধ্যে জাকসু নির্বাচনের দাবি ছাত্র ইউনিয়নের

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রুপটি বাংলাদেশে স্কাউট আন্দোলনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন অবধি এ গ্রুপের ২১ জন কৃতি রোভার স্কাউট ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট’ (পিআরএস) অ্যাওয়ার্ড অর্জন করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড