শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আর্থিক সহায়তা প্রদানের জন্য গ্রেফতারকৃত ৫ সাবেক শিক্ষার্থীর জামিন হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফউল্ল্যাহ তাহের।
জানা যায়, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিলেট মহানগর মেট্রোপলিটন-২ আদালতের বিচারক সুমন ভূঁইয়া তাদের জামিন দেন।
জামিনপ্রাপ্ত সাবেক শিক্ষার্থীরা হলেন- হাবিবুর রহমান খান (২৬), রেজা নূর মুইন (৩১), এ কে এম মারুফ হোসেন (২৭) ফয়সাল আহমেদ (২৭) ও এএফএম নাজমুল সাকিব (৩২)।
উল্লেখ্য, অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ জোগান এবং আন্দোলনকারীদের উসকানি দেয়ার অভিযোগে ওই পাঁচজনের নামে মামলা হয় বলে জানিয়েছিলেন বি এম আশরাফউল্ল্যাহ তাহের।
ওডি/নিমি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড