নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
করোনার প্রকোপ আবারও বৃদ্ধি পাওয়ায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আবাসিক হল এবং রুটিনে প্রকাশিত হওয়া পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে।
শনিবার (২২ জানুয়ারি) বিকেলে অনলাইনে ৩৮ তম জরুরি অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এসব সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চালু থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল সেবা কার্যক্রম। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে সকল দপ্তর। পাশাপাশি চালু থাকবে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।
স্বাভাবিকভাবে স্বাস্থ্যবিধি মেনে পূর্ণ কার্যক্রম চলবে- নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, চলমান অবকাঠামো উন্নয়ন কাজ, পানি, বিদ্যুৎ, গ্যাস, অর্থ হিসাব ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার জমায়েত বন্ধ থাকবে এবং আসতে পারবেনা বহিরাগতরা। অনলাইনে অনুষ্ঠিত সভাটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
প্রশাসনের এমন সিদ্ধান্তে সন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ওডি/নিমি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড