• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও গিনেস বুকে জাককানইবির মনিরুল!

  জাককানইবি প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২১, ০৯:৪৮
মো. মনিরুল ইসলাম
মো. মনিরুল ইসলাম (ছবি : সংগৃহীত)

২য় বারের মতো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী মো. মনিরুল ইসলাম। এবার এক হাতের পিঠে সর্বোচ্চ ১৩টি টেনিস বল ব্যালেন্স করে রেকর্ডে আসেন তিনি।

এর আগে গত সেপ্টেম্বরে ৩০ সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ ৫০টি পেন্সিল এক হাতের ওপরে রেখে প্রথমবার রেকর্ড করেছিলেন তিনি।

কিশোরগঞ্জ জেলার ভৈরবের মো. মনিরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়।

সম্প্রতি পাওয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করে মনিরুল জানান, প্রথমবার গিনেসরেকর্ড অর্জন করার পর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই। সেই অনুপ্রেরণা থেকেই আগ্রহ জাগে নতুন কোনো রেকর্ড করার। এরপর গত সেপ্টেম্বর মাস থেকেই অনুশীলন শুরু করি এবং নিয়মকানুন মেনে ভিডিও পাঠাই।

তিনি আরও বলেন, খুব শিগগিরই সার্টিফিকেটের জন্য আবেদন করব। সামনে আরও কয়েকটি ইভেন্টের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আশা করি দেশের জন্য আবারও সুনাম বয়ে আনতে পারব।

উল্লেখ্য, ২০১৯ সালের ৪ জানুয়ারি সিলভিও সাববা ও ২৪ জানুয়ারি রোকো এক হাতের পিঠে সর্বোচ্চ ১২টি টেনিস বল ব্যালেন্স করে রেকর্ড করেন। তারা দুজনই ইতালিয়ান নাগরিক।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড