• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিআইইউ'তে অনলাইনে নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত

  কাজী ফিরোজ, ডিআইইউ প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২১, ২১:৪০
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ফাইল ছবি)

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনলাইনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) জুম সেশনের মাধ্যমে নতুন দুটি ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে আছে। কিন্তু ইউজিসি ও শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশে সব প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা-কার্যক্রম শুরু হয়। তার ধারাবাহিকতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ দুটি ব্যাচ ডে-৬৫, ই-৮৯ এর শিক্ষা কার্যক্রম তথা নবীন বরণ সম্পন্ন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- ড. এস. কাদির পাটোয়ারী, ভাইস চ্যান্সেলর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা।

আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের অ্যাডভাইজার, ডিপার্টমেন্ট অব সিএসই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজ মোঃ হাসান বাবু। রেজিস্ট্রার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- অধ্যাপক মো. রফিকুল ইসলাম। অতিরিক্ত রেজিস্ট্রার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- সহকারী অধ্যাপক শাহ আলম চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, সহযোগী অধ্যাপক- সিএসই বিভাগ মো. তাহজীব উল ইসলাম। লেকচারার, সিএসই বিভাগ- মো. নাজমুস সাকিব।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ড. এ টি এম মাহবুবুর রহমান সরকার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকামণ্ডলী উপস্থিত ছিলেন।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড