• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কে হচ্ছেন তিতুমীর কলেজের পরবর্তী অধ্যক্ষ?

  বিনায়েক রহমান কীর্তি, তিতুমীর কলেজ প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৫০
তিতুমীর কলেজ
সরকারী তিতুমীর কলেজ (ফাইল ছবি)

আগামী ২৮ সেপ্টেম্বর শেষ হচ্ছে সর্বাধিক শিক্ষার্থী খ্যাত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ২৮ তম অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেনের মেয়াদ। পরবর্তীতে কে হচ্ছেন নতুন অধ্যক্ষ তা নিয়ে ইতোমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়েছে শিক্ষক মহলে।

কলেজটির ২৯তম অধ্যক্ষের চেয়ারে অনেকেই বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানাকে চাচ্ছেন। এর আগে তিনি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন। যদিও সরকারি কলেজের নিয়োগ ও পদায়ন সব কিছু শিক্ষা মন্ত্রণালয়ের অধীন তারপরও শিক্ষক মহলের অনেকেই চান নতুন অধ্যক্ষ হিসেবে প্রফেসর তালাত সুলতানা আসুক।

এ বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সদ্য সাবেক সম্পাদক অধ্যাপক কামাল হায়দার বলেন, কলেজের অধ্যক্ষ নির্বাচন হয়ে থাকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এখানে আমাদের কোনো এখতেহার নেই। শিক্ষামন্ত্রী যাকে ভালো মনে করবেন তাকেই এই দায়িত্ব দেবেন। প্রফেসর তালাত সুলতানা কি হতে পারেন পরবর্তী অধ্যক্ষ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বী অবশ্যই। উনি যেহেতু এখন ভাইস প্রিন্সিপাল তো স্বাভাবিক ভাবেই উনার অধিকার রয়েছে এই দায়িত্ব নেওয়ায়। এছাড়া প্রতিটি অধ্যাপকেরই স্বপ্ন থাকে অধ্যক্ষ হওয়ার।

এ বিষয়ে প্রায় একই সুর নব নির্বাচিত শিক্ষক পরিষদের সম্পাদক এ এস এম আসাদুজ্জামানের। তিনি বলেন, অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন, এ ব্যাপারে আসলে আমাদের কিছু বলার নেই, মন্ত্রণালয় কাকে দিবেন এ ব্যাপারে আমরা কিছুই বলতে পারছি না। তিনি আরোও বলেন, সকল অধ্যাপকেরই অধ্যক্ষ হওয়ার সুযোগ থাকে। এখন মন্ত্রণালয় যা বোঝেন।

এছাড়া কলেজের বেশিরভাগ শিক্ষার্থীও নতুন অধ্যক্ষ হিসেবে কলেজেরই কোনো শিক্ষককেই চান। সেই হিসেবে অনেকটা এগিয়েও রয়েছে প্রফেসর তালাত সুলতানা।

এ বিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সামিয়া জামান বলেন, আমরা অধ্যক্ষ হিসেবে তালাত ম্যামকেই চাই, কারণ উনি আমাদের কলেজের শিক্ষক এবং বর্তমান ভাইস প্রিন্সিপাল। সেই হিসেবে উনার কলেজ সম্পর্কে সব কিছু জানাশোনা আছে যা আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো হবে।

আরও পড়ুন : গিনেস বুকে নাম লেখালেন জাককানইবির মনিরুল

উল্লেখ্য, প্রফেসর মো. আশরাফ হোসেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ২৮তম অধ্যক্ষ। তিনি ২০১৩ সালে কলেজটিতে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। এরপর ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড