• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবিতে শুরু হলো সশরীরে পরীক্ষা

  ক্যাম্পাস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩০
ইবি
ইসলামিক বিশ্ববিদ্যালয় ( ফাইল ছবি)

দীর্ঘ ১৮ মাস বন্ধের পর সশরীরে পরীক্ষা নেওয়া শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রবিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রে পরীক্ষার্থীদের সন্তোষজনক উপস্থিতি ছিল। সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চার বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।

এসময় তিনি বলেন, সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তাদের পরীক্ষা নিতে পেরে আমরাও খুশি। আশা করি, সুন্দরভাবে সব পরীক্ষা সম্পন্ন হবে।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে সারপ্রাইজ ভিজিট, অবহেলা পেলেই কঠোর ব্যবস্থা

উল্লেখ্য, গত শনিবার (০৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগগুলোকে সশরীরে পরীক্ষা নেওয়ার অনুমতি দেয়। বলা হয়, আবাসিক হল বন্ধ রেখে ১২ সেপ্টেম্বর থেকে যেকোনো বিভাগ চাইলে সশরীরে পরীক্ষা নিতে পারবে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড