চবি প্রতিনিধি
বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার চত্বরে মানববন্ধন শুরু হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে মিলিত হয়ে বিক্ষোভ করেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন তারা।
শিক্ষার্থীদের দাবি, চবির চলমান পরীক্ষা স্থগিত না করা এবং পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভুইয়া।
তিনি বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান সব পরীক্ষা স্থগিত থাকবে। ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড