• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব পেলেন মামুন অর রশিদ

  খুবি প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২০, ১৬:১৬
মামুন অর রশিদ
সহকারী অধ্যাপক মামুন অর রশিদের সঙ্গে শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দৈনন্দিন কার্যাবলীসহ আর্থিক বিষয়াদি চালিয়ে নেওয়ার জন্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুন অর রশিদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আজ বেলা ১১ টায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় ডিসিপ্লিনের শিক্ষক ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

ডিসিপ্লিন প্রধান হিসেবে যোগদান করে মামুন অর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সাথে পালনের করবো। একইসাথে বাস্তবধর্মী এবং প্রায়োগিক শিক্ষায় গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান ভারপ্রাপ্ত অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগদান করায় তদস্থলে মামুন অর রশিদ কে এই দায়িত্ব দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড