• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবি উপাচার্য করোনামুক্ত

  ক্যাম্পাস ডেস্ক

২৪ জুলাই ২০২০, ২২:৪৫
করোনা
ছবি : সংগৃহীত

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

শুক্রবার (২৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। এর আগে সোমবার (১৩ জুলাই) উপাচার্য করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, গত ৪ দিন আগে উপাচার্য ম্যামসহ তার পরিবারের সবাই করোনামুক্ত হয়েছেন। তবে তাঁর স্বামীর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া অন্য সদস্যদের নিয়ে উপাচার্য বাসভবনে ফিরে এসেছেন। ওনারা আরও কিছুদিন হোম কোয়ারেন্টিনে থাকবেন।

জানা গেছে, গত ১১ জুলাই উপাচার্যের নমুনা পরীক্ষার ফলাফলে তার মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের ৭ সদস্য করোনাভাইরাস শনাক্ত হয়। এসময় উপাচার্যের সঙ্গে তার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. লতিফুল আলম চৌধুরী ও মেয়ে রিফাত মোস্তফাও সিএমএইচে ভর্তি হন।

আরও পড়ুন : প্রাথমিকের সিলেবাস সংক্ষিপ্ত হচ্ছে

মেয়ে ও তিন নাতি-নাতসহ উপাচার্য করোনা থেকে মুক্ত হলেও উপাচার্যের স্বামী মেজর (অবসরপ্রাপ্ত) মো. লতিফুল আলম চৌধুরীর অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে আছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড