• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৪১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাড়িভাড়া নিয়ে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের হয়রানি বাড়ছে

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১২ মে ২০২০, ১৮:৩৫
বশেমুরবিপ্রবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

‘বর্তমান পরিস্থিতিতে আর্থিকভাবে কিছুটা সমস্যায় আছি কিন্তু বাড়ির মালিক কল দিয়ে বললেন বাড়িভাড়া না দিলে যেনো জিনিসপত্রের অন্য কোনো ব্যবস্থা করি, শেষপর্যন্ত অনেক অনুরোধ করে কিছুদিন সময় নিয়েছি।’ সম্প্রতি বাড়িভাড়া নিয়ে এমনই অভিজ্ঞতার মুখোমুখি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী।

শুধু এই শিক্ষার্থী নন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশই বর্তমান করোনা পরিস্থিতিতে বাড়িভাড়া নিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। এমনকি কোনো কোনো বাড়িওয়ালা অগ্রিম ভাড়া প্রদানের জন্যও চাপ প্রয়োগ করছেন।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এক শিক্ষার্থী এ ধরণের একটি ঘটনা উল্লেখ করে বলেন, ‘আমার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, টিউশন করিয়ে নিজের পড়ালেখার খরচ বহন করি। করোনা পরিস্থিতিতে আমরা এখন খুবই দুঃসময় পার করছি। একমাসের ভাড়া প্রদানের সামর্থ্যই এখন নেই কিন্তু বাড়িওয়ালা চলতি মাসের ভাড়া ছাড়াও আরও একমাসের ভাড়া অগ্রিম দিতে বলেছেন।’

অনেকটা একই পরিস্থিতির কথা উল্লেখ করে সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী বলেন, ‘বাড়িওয়ালা ভাড়ার জন্য বার বার ফোন দিচ্ছেন। আর্থিক সমস্যার কথা জানালে তিনি বলেছেন তিনিও একইরকম সমস্যায় রয়েছেন। বাড়িওয়ালার চাপের কারণে ইতোমধ্যে একমাসের ভাড়া প্রদান করতে বাধ্য হয়েছি, জানিনা পরবর্তী সময়ে কি হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে দ্রুত একটি সমাধান করলে আমরা খুব উপকৃত হতাম।’

আরও পড়ুন : অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ববির সমাজবিজ্ঞান বিভাগ

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক মেস ভাড়া ও সিট ভাড়া মওকুফ সংক্রান্ত বিষয়ে গত ৭ মে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হলেও এখনো বিষয়টির কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে কমিটির সভাপতি ড. হাসিবুর রহমান বলেন, ‘কমিটির প্রথম মিটিং ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বাড়িওয়ালাদের নাম এবং ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছে। সকল তথ্য সংগ্রহ শেষে ২/১ দিনের মধ্যে কমিটির পরবর্তী মিটিং অনুষ্ঠিত হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড