• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবি শিক্ষার্থী করোনায় আক্রান্ত

  ক্যাম্পাস ডেস্ক

১১ মে ২০২০, ২২:৪২
করোনা
ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

সোমবার (১১ মে) আক্রান্ত শিক্ষার্থী নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার তার বাবা করোনা আক্রান্ত হন। কয়েকদিন থেকে জ্বর, গলাব্যথা নিয়ে অসুস্থ ছিলেন তিনি। পরবর্তী সময়ে গতকাল পরিবারের আরও ৩ সদস্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে করোনা পরীক্ষা করান। এতে ওই শিক্ষার্থীর নমুনা পজিটিভ এলেও তার মা ও বড় ভাইয়ের রিপোর্ট নেগেটিভ এসেছে।

ওই শিক্ষার্থী জানান, রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন। বাবার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর আমরা নিজ উদ্যোগে গতকাল করোনা টেস্ট করাই। আজ সকালে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি। বর্তমানে আমি এবং আমার বাবা হাসপাতালে ভর্তি আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব।

আরও পড়ুন : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, তিনি বিষয়টি জেনেছেন। তিনি শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড