• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গবিতে ছুটি বৃদ্ধি, চলবে অনলাইনে পাঠদান

  গবি প্রতিনিধি

০৫ মে ২০২০, ১৫:১৭
গবি
গণ বিশ্ববিদ্যাল (ছবি : সংগৃহীত)

সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় পুনরায় ছুটির মেয়াদ বাড়ালো সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)। বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত ছুটি আগামী ১৬ মে পর্যন্ত এ মেয়াদ বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিষ্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়ে নিশ্চিত করা হয়।

তবে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আগামী ১৬ মে পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভিত্তিক সকল কার্যক্রম বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস চালু থাকবে। অনলাইনে অধিক সংখ্যক শিক্ষার্থী সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে উন্নয়ন ও তদারকি কমিটির সভাপতিও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল, যত্নবান ও তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগ অর্থাৎ ডেইরি ফার্ম, বিদ্যুৎ ও নিরাপত্তা বিভাগ যথা নিয়মে খোলা থাকার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন : আইআইইউসি শিক্ষক করোনায় আক্রান্ত, বাসা লকডাউন

বিশেষভাবে উল্লেখ্য যে, গত ১৬ মার্চ সরকারি নির্দেশনা মোতাবেক দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম দফায় ১ মার্চ পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিল গবি প্রশাসন। ২য় দফায় মেয়াদ বাড়ে ১ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত। তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়। এবার চতুর্থ দফায় ১৬ মে পর্যন্ত বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড