• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইআইইউসি শিক্ষক করোনায় আক্রান্ত, বাসা লকডাউন

  ক্যাম্পাস ডেস্ক

০৫ মে ২০২০, ১৪:০৪
আইআইইউসি
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ছবি : সংগৃহীত)

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) কম্পিউটার সাইন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মেহেদী হাসান (৩৩) নামের ওই শিক্ষকের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তিনি দীর্ঘদিন ধরে সীতাকুন্ডের জোড়ামতল এলাকায় ভাড়া বাসায় বাস করছিলেন। তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুন্ড উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ।

তিনি জানান, শিক্ষক মেহেদী হাসান গত ২৯ এপ্রিল জ্বরের সাথে শ্বাসকষ্টে ভোগেন। পরদিন তিনি ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়, সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ ও সীতাকুন্ড থানার ইন্সপেক্টর অপারেশন আবুল কালাম উপস্থিত হয়ে তাঁর বাসা ও এর আশপাশের আরো চারটি বাড়ি লকডাউন করেন।

আরও পড়ুন : ০০ শিক্ষার্থীর পাশে বশেমুরবিপ্রবি শিক্ষকরা

এই নিয়ে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত সীতাকুন্ড উপজেলায় মোট চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড