• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএসএমএমইউর নতুন উপ-উপাচার্য অধ্যাপক ডা. জাহিদ

  ক্যাম্পাস ডেস্ক

১৬ এপ্রিল ২০২০, ১৪:৩৩
অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন
বিএসএমএমইউর নতুন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন।

বুধবার (১৫ এপ্রিল) উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অফিসে তিনি যোগদান করেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু উপস্থিত ছিলেন।

তিনি আগামী তিন বছরের জন্য বিএসএমএমইউর উপ-উপাচার্য নিযুক্ত হয়েছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।

যোগদানের পূর্বে অধ্যাপক মো. জাহিদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

নতুন উপ-উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ শাখার পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়।

আরও পড়ুন : বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীদের বেতন আদায়ের সিদ্ধান্ত

এর আগে অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেনকে বিএসএমএমইউর নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ১৩ এপ্রিল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহম্মাদ আবদুল হামিদের আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড