• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা শনাক্তের অনুমতি পেতে যাচ্ছে ঢাবিসহ ৪ বিশ্ববিদ্যালয়

  ক্যাম্পাস ডেস্ক

১২ এপ্রিল ২০২০, ১৫:৫৭
করোনা টেস্ট
ছবি : সংগৃহীত

করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ল্যাব সুবিধা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মুনিরুজ্জামান বাকাউল স্বাক্ষরিত এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ সংক্রান্ত চিঠি স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।

বাকি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

চিঠিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব উপরোল্লিখিত দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস (কোভিড ১৯) শনাক্তকরণ সুবিধার্থে ল্যাবসমূহে রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে বলে জানিয়েছে।

আরও পড়ুন : মাদরাসা শিক্ষকদের একদিনের বেতন জমা দেওয়ার নির্দেশ

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ল্যাবসমূহে করোনা ভাইরাস রোগী শনাক্তকরণের প্রয়োজনীয় অবকাঠামো যাচাই পূর্বক বিশ্ববিদ্যালয়সমূহে করোনা শনাক্তকরণের ব্যবস্থা চালু করা যায় বলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ মনে করে।এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড