• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা

  ক্যাম্পাস ডেস্ক

১১ এপ্রিল ২০২০, ২১:০৯
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের প্রকোপের কারণে পরবর্তী নি‌র্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বন্ধ থাকবে।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচা‌র্য অধ্যাপক ড. কে এম মোহসিন এ তথ্য নিশ্চিত করেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার শাহ আলম চৌধুরী বলেন, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আমরা সরকারের নির্দেশনা মেনে চলবো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ জারি বহাল থাকবে। ক্যাম্পাস খোলার পূর্বে আমরা নোটিশের মাধ্যমে জানিয়ে দিব।’

তিনি আরও বলেন, ‘ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে ক্লাস চললেও সব ধরনের অনলাইন পরীক্ষা বন্ধ থাকবে বলে তিনি জানান। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে পরীক্ষাগুলো নেওয়া হবে।’

নতুন শিক্ষার্থী ভর্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা নতুন ভর্তির বিষয়ে ভাবছি না। তবে অবস্থার দ্রুত পরিবর্তন হলে আমরা ভর্তি কার্যক্রম শুরু করতে পারি।’

আরও পড়ুন : প্রাথমিক ও মাধ্যমিকের সিলেবাস সংক্ষিপ্ত হতে পারে

প্রসঙ্গত, এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে করোনাভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নোটিশ দেওয়া হয় এবং পরবর্তী সময়ে তা সরকারি নির্দেশনায় ৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। এছাড়া (ডিআইইউ) ক্যাম্পাসে জরুরি বা বিশেষ প্রয়োজন ছাড়া প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড