• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা কলেজে অনলাইনে পাঠদান শুরু

  ডিসি প্রতিনিধি

০১ এপ্রিল ২০২০, ২২:৩৫
ঢাকা কলেজ
অনলাইনে পাঠদান কার্যক্রম (ছবি : সংগৃহীত)

করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় বন্ধ রয়েছে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধকালীন সময়ে সরকারি উদ্যোগে মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠদানের সুযোগ থাকলেও ব্যবস্থা নেই উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের।

তারই ধারাবাহিকতায় বন্ধকালীন সময়ে উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা কলেজে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষকদের তত্ত্বাবধানে অনলাইনে ক্লাস শুরু হয়। কলেজ প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় দেশে এটিই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেটি অনলাইনে উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করল৷

ঢাকা কলেজের ফেসবুক পেজ থেকেই শিক্ষকদের পাঠদান সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

অনলাইন পাঠদানের ক্লাস রুটিন (ছবি : সংগৃহীত)

কলেজ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকরা। উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী আরফাতুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে কতদিন এমন আবদ্ধ থাকতে হয় তা জানা নেই। এমন অবস্থায় এই উদ্যোগের ফলে আমাদের পড়ালেখার কার্যক্রম অব্যাহত থাকবে। এটি আমাদের জন্য খুবই ফলপ্রসূ এবং কার্যকরী সিদ্ধান্ত।’

ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে পাঠদানের বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘এটি সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত উদ্যোগ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাসায় অবস্থান করছে। আমরা চিন্তা করলাম যদি অনলাইনে ক্লাসের ব্যবস্থা করি তাহলে অন্তত শিক্ষার্থীরা উপকৃত হবে। পরে কয়েকজন শিক্ষকের সঙ্গে আলোচনা করে আমরা অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নেই। অনলাইনে শিক্ষার্থীরা প্রতিদিন দুইটা ক্লাস করার সুযোগ পাবে। ক্লাসগুলো ঢাকা কলেজের অফিশিয়াল ফেসবুক পেজে এবং ইউটিউবে পাওয়া যাবে।’

আরও পড়ুন : ইউনান প্রদেশে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

দীর্ঘ আলাপচারিতায় অধ্যক্ষ আরও বলেন, ‘যেহেতু করোনার প্রভাবে সারাদেশে চলাচল সীমিত করা হয়েছে তাই যে সমস্ত শিক্ষক ঢাকা কলেজের শিক্ষকদের আবাসিক ভবনে থাকেন অথবা ঢাকা কলেজের আশেপাশের বাসায় থাকেন সেই সমস্ত শিক্ষকরাই এই ক্লাসগুলো নিবেন।’

অনলাইনে ক্লাসের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা যথেষ্ট উপকৃত হবে জানিয়ে অধ্যক্ষ আরও বলেন, ‘দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি সক্ষমতা আছে তাঁরাও যদি অনলাইনে তাঁদের শিক্ষার্থীদের জন্য ক্লাসের ব্যবস্থা করেন তাহলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই স্থিতাবস্থা কাটিয়ে উঠা যাবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড